coronavirus

COVID in India: দেশে দৈনিক আক্রান্ত কমল প্রায় ৯ শতাংশ, সক্রিয় রোগী কমল তিন হাজারেরও বেশি

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। যা রবিবারের তুলনায় হাজার তিনেক কম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১০:০০
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পর পর তিন দিন ৪০ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। যা রবিবারের তুলনায় হাজার তিনেক কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩।

সংক্রমণের সঙ্গে কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন।

Advertisement

সংক্রমণ কম হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ তা কমেছে ঘণ্টায় ৩ হাজার ৩৮৯। দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭ জন।

কেরল এবং মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত ১৮ হাজার ৫৮২ জন এবং মহারাষ্ট্রে ৪ হাজার ৭৯৭ জন। কর্নাটক, অন্ধ্র্রপ্রদেশ, তামিলনাড়ু ওড়িশাতে আক্রান্তের সংখ্যা কমেছে। মণিপুর এবং মেঘালয়ে আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে থাকলেও সেখানকার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement