Real Madrid

ঘরের মাঠে সেভিয়াকে ৪ গোল রিয়ালের, বার্সাকে টপকাল মাদ্রিদের আরও এক ক্লাব

আরও চাপ বাড়ল বার্সেলোনার উপর। আতলেতিকো মাদ্রিদের পর এ বার রিয়াল মাদ্রিদও তাদের টপকে গেল। সেভিয়াকে ঘরের মাঠে ৪-২ গোলে হারালেন কিলিয়ান এমবাপেরা। এই জয়ের ফলে এগোল রিয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১০:১৯
Share:

জয়ের হাসি। সতীর্থ ভালভার্দের (বাঁ দিকে) সঙ্গে উল্লাস কিলিয়ান এমবাপের। ছবি: রয়টার্স।

২৪ ঘণ্টার ব্যবধানে মাদ্রিদের দুই ক্লাব পিছনে ফেলে দিল বার্সেলোনাকে। আতলেতিকো মাদ্রিদের পর এ বার রিয়াল মাদ্রিদও তাদের টপকে গেল। সেভিয়াকে ঘরের মাঠে ৪-২ গোলে হারালেন কিলিয়ান এমবাপেরা। এই জয়ের ফলে এগোল রিয়াল। আরও চাপ বাড়ল বার্সেলোনার উপর।

Advertisement

ঘরের মাঠে রিয়ালকে ১০ মিনিটের মাথায় এগিয়ে দেন এমবাপে। প্যারিস সঁ জরমঁ থেকে রিয়ালে আসার পর মরসুমের শুরুতে তেমন ফর্মে ছিলেন না ফরাসি তারকা। কিন্তু কোচ কার্লো আনচেলোত্তির ভরসা ছিল তাঁর উপর। সেই ভরসার দাম দিচ্ছেন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করলেন এমবাপে।

২০ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান ফেডেরিকো ভালভার্দে। ৩৪ মিনিটের মাথায় দলের তিন নম্বর গোল করেন রদ্রিগো। সেখানেই খেলার ভাগ্য নিশ্চিত হয়ে যায়। ০-৩ গোলে পিছিয়ে পড়ার পরেও লড়াই ছাড়েনি সেভিয়া। ৩৫ মিনিটের মাথায় ইসাক রোমেরো এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াজ়। ৮৫ মিনিটের মাথায় সেভিয়ার হয়ে ডোডি লুকেবাকিয়ো আরও একটি গোল করলেও খেলার ফলে কোনও প্রভাব পড়েনি। ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল।

Advertisement

শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেল রিয়াল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো। তারা শেষ পাঁচ ম্যাচের সবগুলিই জিতেছে। তিন নম্বরে নেমে গিয়েছে বার্সেলোনা। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে বার্সা তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। খারাপ খেলার খেসারত দিতে হচ্ছে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement