viral video of shark

মৃতের সঙ্গে জ্যান্তের ‘লড়াই’! জলের মধ্যে কুমির-হাঙরের তুমুল ঝটাপটি, রইল সেই ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই অদ্ভুত একপেশে লড়াইয়ের দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে অস্ট্রেলিয়ার নুলুনবুয়ের সমুদ্রসৈকতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১০:১৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মৃত কুমিরকে প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে ছিন্নভিন্ন করল হাঙর। অস্ট্রেলিয়ায় একটি সমুদ্রসৈকতে এক হাঙর কুমিরকে গ্রাস করছে এমন একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে। সেই নাটকীয় সংঘর্ষ দেখে তাজ্জব হয়েছেন দর্শকেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই অদ্ভুত একপেশে লড়াইয়ের দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে অস্ট্রেলিয়ার নুলুনবুয়ের সমুদ্রসৈকতে। ১৩ ডিসেম্বরের ঘটনা এটি। টাউন বিচে একটি কুমিরের দেহ ভেসে থাকতে দেখা গিয়েছিল। সেই মরা কুমিরটির দেহকে আক্রমণ করে বসে হাঙরটি। সেই দৃশ্যটি ক্যামেরা তুলে রাখেন অনেকেই। সেই ভিডিয়োটি ‘অ্যামেজ়িং শার্ক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে চিত হয়ে সমুদ্রতীরে ভাসছে একটি কুমির। সেখানেই হঠাৎ করে হাজির হয় মাঝারি আকারের একটি হাঙর। মুখের সামনে কুমিরটিকে দেখেই আক্রমণ করে বসে হাঙরটি। ৪৩ সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুমিরটির দেহ কামড়ে নিয়ে জলের মধ্যে প্রবল ঝটাপটি করতে থাকে হাঙরটি। হাঙরটি কুমিরের মাথাটি দৃঢ় ভাবে আঁকড়ে ধরে এবং মৃতদেহটিকে গভীর জলে টেনে নিয়ে চলে যায়। তার আগে প্রায় ১০ সেকেন্ড ধরে কুমিরের দেহ নিয়ে হিংস্র ভাবে লড়াই করতে দেখা যায় প্রাণীটিকে। তার পর সে কুমিরের দেহটি ছে়ড়ে দিয়ে সমুদ্রের গভীরে ফিরে যায়। সাধারণত কুমির ও হাঙর পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে চলতেই ভালবাসে। দুটি শক্তিশালী প্রাণীর মধ্যে সরাসরি সংঘর্ষ প্রায় দেখা যায় না বললেই চলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement