গ্রাফিক: শৌভিক দেবনাথ
রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের হার শেষ পাঁচ দিনে মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গত ৫ জুলাই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৫। তার পর থেকে ধীরে ধীরে শনিবার দৈনিক সংক্রমণ পৌঁছেছে ৯৯৭-এ। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১১ হাজার ২০৫। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৭৭ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এ ক্ষেত্রেও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। আপাতত ১৫ হাজার ৩০৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন রাজ্যে।
জেলাভিত্তিক সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে সেই উত্তর ২৪ পরগনা। তার পরেই কলকাতা, সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৬। এর পর পূর্ব মেদিনীপুরে ৮৩, দার্জিলিঙে ৭৭, পশ্চিম মেদিনীপুরে ৭১, হুগলিতে ৬৪, কোচবিহারে ৬৩, নদিয়ায় ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সংক্রমণ দুই অঙ্কের নীচে নেমে এসেছে রাজ্যের ৪ জেলায়। গত ২৪ ঘণ্টায় উত্তর দিনাজপুরে ৬, মুর্শিদাবাদে ৯, বীরভূমে ৮ ও পুরুলিয়ায় ৪ জন আক্রান্ত হয়েছেন। প্রায় সব জেলায় সক্রিয় রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মালদহ, বাঁকুড়া ও কালিম্পঙে।
রাজ্যে টিকাকরণের হার গত কয়েক দিনের মতোই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৬২৮ জন। রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ২ কোটি ৩৮ লক্ষ ৫৩ হাজার ৬০১।