Trade War

বাণিজ্য যুদ্ধের পথে বিশ্ব? আমেরিকান পণ্যে পাল্টা শুল্ক কানাডার! হুঁশিয়ারি চিন, মেক্সিকোরও

চিন, কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, ওই তিন দেশ প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ করলে শুল্ক আরও বৃদ্ধি পাবে। তবে আমেরিকার চোখরাঙানিকে দৃশ্যত গুরুত্ব দিচ্ছে না তিন দেশের কেউই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৫
Share:
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প, (মাঝে) জাস্টিন ট্রুডো এবং শি জিনপিং (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প, (মাঝে) জাস্টিন ট্রুডো এবং শি জিনপিং (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। কানাডা এবং মেক্সিকো থেকে আসা কোনও পণ্যের উপর আমেরিকায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। একই রকম ভাবে চিনা পণ্যের উপরেও আমেরিকায় ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে ট্রাম্প সরকারি নির্দেশিকায় সই করার সঙ্গে সঙ্গেই আমেরিকান পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে কানাডা। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে চিন এবং মেক্সিকোও।

Advertisement

বিশ্ব বাণিজ্যে অন্যতম দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকার এবং চিন। এই দুই দেশকে কেন্দ্র করে অনেকগুলি রাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। সে ক্ষেত্রে এই বাণিজ্য সংঘাত বিশ্বের অন্য প্রান্তেও প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। চিনা পণ্যের উপর ট্রাম্প ১০ শতাংশ শুল্ক চাপানোর নিন্দা জানিয়েছে বেজিং। চিনা বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, আমেরিকার এই শুল্ক বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের পরিপন্থী। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানাতে চলেছে চিন। একই সঙ্গে চিনের স্বার্থ রক্ষার জন্য এ বিষয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বেজিং। তবে কী ধরনের পাল্টা ব্যবস্থার কথা বলা হচ্ছে, তা স্পষ্ট করেনি চিন।

কানাডা শুধু আমেরিকান পণ্যের উপর পাল্টা শুল্কই চাপায়নি, সে দেশের পণ্যকে এক প্রকার বর্জন করারও ডাক দিয়েছে। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুসারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, “আমেরিকান পণ্য কম কিনুন। আমেরিকার বদলে কানাডার পণ্য এবং পরিষেবাগুলি ব্যবহার করুন।” আমেরিকানদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দেন, “কানাডার উপর শুল্ক চাপানোয় আপনাদের চাকরি নিয়েও টানাটানি পড়ে যেতে পারে।” কানাডায় আমেরিকান গাড়ি প্রস্তুতকারী সংস্থার কারখানা এবং অন্য কারখানাগুলি বন্ধ করিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

ট্রাম্পের শুল্ক নীতির নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্ল়ডিয়া শেনবাউম পারদো। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, মেক্সিকো কোনও সংঘাতের পথে যেতে চায় না। হোয়াইট হাউসকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তাও দিয়েছেন তিনি। তবে সমাধান না হলে মেক্সিকোও ‘প্ল্যান বি’ তৈরি রাখছে। আমেরিকাকে আলোচনায় বসার কথা বলেও ক্লডিয়া লিখেছেন, “আমি (মেক্সিকোর) অর্থসচিবকে নির্দেশ দিচ্ছি, যে ‘প্ল্যান বি’ আমরা তৈরি করেছি, সেটি কার্যকর করুন।” ওই ‘প্ল্যান বি’তে মেক্সিকোর স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও সমাজমাধ্যমে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপের কথা আঁচ করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে মেক্সিকো। আমেরিকান পণ্যের উপর তারাও পাল্টা শুল্ক চাপাতে পারে। মাংস, চিজ় থেকে শুরু করে স্টিল এবং অ্যালুমিনিয়ামের পণ্য-সহ অন্য আমেরিকান পণ্যের উপর ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারে মেক্সিকো। তিন দেশের উপর শুল্ক চাপানোর সময়েই ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, শুল্ক আরোপের পর এই তিন দেশ যদি প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ করে, সে ক্ষেত্রে শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে। তবে আমেরিকার চোখরাঙানিকে গুরুত্ব দেয়নি কানাডা। ধার্য করেছে পাল্টা শুল্ক। একই পথে এগোনোর ভাবনাচিন্তা চলছে চিন এবং মেক্সিকোরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement