গ্রাফিক: সনৎ সিংহ
টানা চার দিন ধরে রাজ্যে দৈনিক আক্রান্ত ৭০০-র উপর। রবিবার আরও কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। কলকাতায় এ দিন ২০০-র নীচে নামলেও বাড়ল উত্তর ২৪ পরগনায় ও দার্জিলিঙে। সংক্রমণের হারও বেড়ে দু’শতাংশ ছাড়াল। বাড়ল মৃত্যুও।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৫ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯৮। উত্তর ২৪ পরগনায় কিছুটা বেড়ে হয়েছে ১৩০। জেলাভিত্তিক তালিকায় তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৬২), হুগলি (৬০), হাওড়া (৫৬)। উত্তরবঙ্গের দার্জিলিঙে বিগত কয়েক দিন দৈনিক সংক্রমণ নিম্নমুখী ছিল। রবিবার তা আবার বেড়ে হল ২৮।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক মৃত্যু বেড়ে হল ১২। রবিবার কলকাতায় মৃত্যু হয়েছে তিন জনের। আর উত্তর ২৪ পরগনায় পাঁচ জনের। রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৪৬২ জনের। শুক্রবার ও শনিবার রাজ্যে সংক্রমণের হার দু’শতাংশের নীচে নেমেছিল। এ দিন তা আবার বে়ড়ে হল ২.০১ শতাংশ। কোভি়ড পরীক্ষাও কমল রাজ্যে। পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫০৯ জনের। সংক্রমণমুক্ত হয়েছেন ৭১৯ জন। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে হয়েছে সাত হাজার ৮০৪।
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ৫৯ হাজার ৯৯০ জন। এখনও পর্যন্ত মোট টিকাদান হয়েছে ন’কোটি ১৩ লক্ষ ১৫ হাজার ৭৩২।