(বাঁ দিক থেকে) রোহিত শর্মা, গৌতম গম্ভীর ও সঞ্জয় মঞ্জরেকর। —ফাইল চিত্র।
সিডনিতে ভারতের প্রথম একাদশ কে বেছেছিলেন? গৌতম গম্ভীর? তবে কি তিনিই রোহিত শর্মাকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন? না কি রোহিত নিজেই বসতে চেয়েছিলেন? এই বিতর্কে এ বার মুখ খুললেন সঞ্জয় মঞ্জরেকর।
সিডনি টেস্টে রোহিত যে ভারতের প্রথম একাদশে থাকবেন না সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের আগে গম্ভীর স্পষ্ট করেননি যে, রোহিত খেলবেন কি না। পরে অনুশীলনেও বোঝা যায়, রোহিতের খেলার সম্ভাবনা প্রায় নেই। আসলে সেটাই সত্যি হয়। রোহিত খেলেননি। তার পরেই রোহিতের অবসরের জল্পনাও শুরু হয়। যদিও টেস্টের দ্বিতীয় দিন অবশ্য সম্প্রচারকারী চ্যানেলে রোহিত জানান, তিনি নিজেই বসতে চেয়েছিলেন। অবসরের কোনও পরিকল্পনা তাঁর এখন নেই।
মঞ্জরেকর মনে করেন, গম্ভীরের কৃতিত্ব কেড়ে নিতেই মুখ খুলেছিলেন রোহিত। তিনি বলেন, “আমার মনে হয় রোহিত চেয়েছিল বিষয়টা স্পষ্ট করতে। রোহিত দলের বাইরে থাকার পর সব কৃতিত্ব গম্ভীর পাচ্ছিল। সকলে ওর সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছিল। সেই কারণেই রোহিত জানিয়ে দিল যে, সিদ্ধান্ত ওর নিজের। ওর সাক্ষাৎকার আমার খুব ভাল লেগেছে। ওর কথার মধ্যে একটা আবেগও ফুটে উঠছিল।”
তবে সেই সঙ্গে রোহিতকে সতর্কও করেছেন মঞ্জরেকর। তাঁর মতে, কোনও ক্রিকেটার কত দিন খেলবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। মঞ্জরেকর বলেন, “আমি দেখি অনেক ক্রিকেটার জানায় সে নিজে ঠিক করবে কত দিন খেলবে। এই কথায় আমার আপত্তি আছে। কেউ নিজের অবসরের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সে কত দিন খেলবে তা নির্ভর করে নির্বাচকদের উপর। ওটাই ওদের কাজ। তাই ভারতের হয়ে রোহিত কত দিন খেলবে সেই সিদ্ধান্ত ওর উপর নির্ভর করছে না।”