Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: উত্তরবঙ্গের চার জেলায় সংক্রমণের হার বেড়ে ২৫ শতাংশ ছাড়াল, রাজ্যে আক্রান্ত ১০৯৫৯ জন

কলকাতায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ১ হাজার ৭৪৭ জন। হাওড়ায় সংক্রমণ সামান্য বেড়ে সেই পাঁচশোর উপরেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ২১:৩৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

কলকাতা ও সংলগ্ন হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সংক্রমণের হার কমলেও উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। উত্তরবঙ্গের চার জেলায় সংক্রমণের হার বৃহস্পতিবার বেড়ে ২৫ শতাংশ ছাড়াল। তবে রাজ্যে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতা, হুগলি এবং দুই ২৪ পরগনাতেই নতুন আক্রান্তের সংখ্যা কমেছে।

Advertisement

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৫৯ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫৯ জন। উত্তর ২৪ পরগনায় এক হাজার ৭৪৭ জন। হাওড়ায় সংক্রমণ সামান্য বেড়ে সেই পাঁচশোর উপরেই।

পশ্চিম বর্ধমানে দৈনিক আক্রান্ত কমলেও পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে বাড়ল নতুন সংক্রমিতের সংখ্যা। ঝাড়গ্রামে আবার ১০০ ছাড়াল। বাড়ল বাঁকুড়াতেও। বীরভূমে আবার এক লাফে অনেকটা বেড়ে ৮০০-র কাছে পৌঁছে গেল দৈনিক আক্রান্ত। তবে কমল নদিয়ায়।

Advertisement

উত্তরবঙ্গের মালদহে দৈনিক আক্রান্ত আবার বেড়ে ৫০০-র কাছে পৌঁছে গেল। জলপাইগুড়িতেও সাড়ে চারশো ছাড়িয়ে গেল। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে কিছুটা কমল দার্জিলিঙে।

রাজ্যে সংক্রমণের হার আরও কিছুটা কমে হল ১৬.২৭ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণের হার ২০ শতাংশের নীচে নেমেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৭.০৭ শতাংশ। হুগলিতে ১০ শতাংশের আশপাশে থাকলেও হাওড়ায় ২২.২০ শতাংশ। উত্তরবঙ্গের যে চার জেলায় দৈনিক সংক্রমণ ২৫ শতাংশের বেশি, সেগুলি হল— দার্জিলিঙ, মালদহ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ন’জন এবং উত্তর ২৪ পরগনায় ১৪ জন। সংক্রমণমুক্ত হয়েছেন ১৭ হাজার ৮১৫ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement