এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রেমের সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন প্রেমিক। সেই রাগে সৎ ভাইয়ের সঙ্গে মিলে তাঁকে কোপালেন প্রেমিকা! গুরুতর আহত অবস্থায় স্থানীয়েরা ওই যুবককে উদ্ধার করেন। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
রবিবার নাগপুর পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে নাগপুরের উৎপলওয়াড়ির এসআরকে কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত বেশ কয়েকদিন ধরে নানা টানাপড়েনের জেরে সম্প্রতি সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন যুবক। কথা বলাও বন্ধ করে দেন। তখনই বেঁকে বসেন প্রেমিকা। বারবার ওই যুবকের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেন তিনি। কিন্তু চিঁড়ে ভেজেনি। এর পরেই রাগের মাথায় প্রেমিককে মারার পরিকল্পনা করেন তরুণী।
শুক্রবার সন্ধ্যায় সৎভাইকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। প্রেমিক ঘটনাস্থলে পৌঁছতেই দু’জনে তাঁকে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। কেন কথা বলা বন্ধ করেছেন, কেন সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত— এমনই নানা প্রশ্নকে ঘিরে বাদানুবাদ শুরু হয়ে যায় দু’পক্ষের। এর পরেই ধারালো ছুরি নিয়ে যুবককে আক্রমণ করেন তরুণীর ভাই। যুবকের পেটে একের পর এক কোপ মারতে থাকেন। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়েরা ছুটে এলে ভাই-বোন এলাকা ছেড়ে চম্পট দেন। স্থানীয়েরাই গুরুতর আহত ওই যুবককে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তাঁর অবস্থা স্থিতিশীল। ‘প্রেমিকা’ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন ওই যুবক। কপিলনগর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক জনের খোঁজ চলছে।