Gas Leak in Gujarat

গুজরাতে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিকে মৃত চার শ্রমিক, ক্ষতিপূরণ ঘোষণা সংস্থার

তবে ঠিক কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য ভারুচ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:০৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল চার শ্রমিকের। শনিবার রাতে গুজরাতের ভরুচ জেলায় ঘটনাটি ঘটেছে। মৃতদের পরিবারকে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা।

Advertisement

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকদের নাম রাজেশ কুমার মগনাদিয়া (৪৮), (ভারুচের বাসিন্দা), মুদ্রিকা যাদব (২৯) (ঝাড়খণ্ডের আধৌরার), সুচিত প্রসাদ (৩৯) এবং মহেশ নন্দলাল (২৫)। রাজেশ এলাকার বাসিন্দা হলেও বাকিরা সকলেই ভিন্‌রাজ্য থেকে কাজে এসেছিলেন। দহেজ থানার পুলিশ আধিকারিক বিএম পটীদার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শনিবার রাত ৮টা নাগাদ গুজরাত ফ্লুরোকেমিক্যাল্‌স লিমিটেড (জিএফএল) নামে ওই কারখানার পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করে। বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়ার ফলে কোম্পানির এক কর্মচারী এবং তিন চুক্তিভিত্তিক শ্রমিক জ্ঞান হারান। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ভারুচ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন জিএফএল কর্তৃপক্ষ। সংস্থার তরফে প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এক কর্মচারীর ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, তার পড়াশোনার যাবতীয় ব্যায়ভারও বহন করবে সংস্থা। তবে ঠিক কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য ভারুচ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement