গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজ্যে এ বার বাড়তে শুরু করল কোভিডে দৈনিক মৃত্যু। প্রায় সাত মাস পর কোভিডে বলি চল্লিশের কাছে পৌঁছে গেল বাংলায়। তবে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। চার দিন পর নতুন সংক্রমণ ২০ হাজারের নীচে নামল বাংলায়। কলকাতায় দৈনিক আক্রান্ত কমে ৫ হাজারের নীচে নামল। উত্তর ২৪ পরগনাতেও নামল ৪ হাজারের নীচে। হাজারের উপরেই রয়েছে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। সংক্রমণের হারও নামল ৩০ শতাংশের নীচে। তবে সক্রিয় রোগী দেড় লক্ষ ছাড়িয়ে গেল বাংলায়।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। বিগত ১০ দিন ধরে কলকাতায় দৈনিক আক্রান্ত ৫ হাজারের উপরে থাকার পর শনিবার কিছুটা কমে দাঁড়াল ৪ হাজার ৮৩১। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩ হাজার ৪৯৬ জন। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা তিন জেলাতেই সামান্য কমেছে নতুন আক্রান্ত।
শুক্রবারেই দৈনিক আক্রান্ত হাজারের নীচে নেমেছিল পশ্চিম বর্ধমানে। শনিবার আরও কিছুটা কমল তা। এ ছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও সামান্যই কমেছে সংক্রমণ। বীরভূমে নতুন আক্রান্ত ৮০০। নদিয়ায় প্রায় সাড়ে সাতশো। সংক্রমিতের সংখ্যা আরও বাড়ল মুর্শিদাবাদে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলেও উত্তরবঙ্গের মালদহে নতুন আক্রান্ত বেড়ে সাড়ে সাতশো ছাড়াল। দুই দিনাজপুরেও অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। বাড়ল কোচবিহারে। দার্জিলিঙে আক্রান্ত কমে ৪৭৬।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। তার মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনায় ১০ জন। শনিবার সংক্রমণমুক্ত হলেন ৯ হাজার ১৩২ জন।
রাজ্যের সংক্রমণের হার কমে হল ২৯.৫২ শতাংশ। কলকাতাতেও সামান্য কমে দাঁড়াল ৪১.৪৩ শতাংশ। সংক্রমণের হারের নিরিখে এখন উদ্বেগজনক পরিস্থিতি বাঁকুড়া, বীরভূম, হাওড়া, ঝাড়গ্রাম, মালদহ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে।
শনিবার রাজ্যে সক্রিয় রোগী বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৫ হাজার ৩৭৬।