গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গত সপ্তাহ জুড়ে টানা বৃদ্ধির পর সোমবার রাজ্যে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে অনেকটাই কমেছে কোভিড পরীক্ষা। কলকাতায় নতুন আক্রান্ত নেমেছে তিন হাজারের নীচে। অন্য দিকে দীর্ঘ দিন পর হাজারের গণ্ডি ছাড়াল উত্তর ২৪ পরগনা দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে আরও ১৩ জেলায় নতুন আক্রান্তে বৃদ্ধি দেখা গেল। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও আবার লাফিয়ে বেড়ে পৌঁছে গেল ২০ শতাংশের কাছে। সক্রিয় রোগীর সংখ্যাও ২০ হাজার ছাড়াল রাজ্যে। বাড়ল মৃত্যু।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে ৬ হাজার ৭৮ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৩ হাজার ছাড়িয়েছিল রবিবার। সোমবার তা থেকে কিছুটা কমে হল ২ হাজার ৮০১। তবে অনেকটা বাড়ল উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় নতুন করে সংক্রমিত ১ হাজার ৫৭। হাওড়ায় নতুন আক্রান্ত বেড়ে হল ৬৬৫। হুগলিতে ৩০০-র গণ্ডি পার করল। সংক্রমিত হয়েছেন ৩৪০ জন। সামান্যই কমল দক্ষিণ ২৪ পরগনায়।
উত্তর ২৪ পরগনা এবং হাওড়া ছাড়াও রাজ্যের ১২ জেলায় বাড়ল দৈনিক সংক্রমণ। রবিবারই দৈনিক আক্রান্ত ১০০-র গণ্ডি ছাড়িয়েছিল নদিয়া ও বীরভূমে। সোমবার এই দুই জেলায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে, ১২৪ জন ও ১৫৬ জন। এ ছাড়াও সংক্রমণ বেড়েছে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং মালদহেও অনেক বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ওই দুই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪১ জন ও ৫৪ জন।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার চার জন করে রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এক জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭৯৪ জন। সোমবার সংক্রমণমুক্ত হয়েছেন ২ হাজার ৯১৭ জন।
গত সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার আড়াই শতাংশ ছাড়িয়েছিল। সোমবার তা হল ১৯.৫৯ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৩০ জনের। যা রবিবারের তুলনায় অন্তত সাড়ে সাত হাজার কম। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে হল ২০ হাজার ১৮৬। কলকাতায় সক্রিয় রোগী পৌঁছে গেল ১০ হাজারের কাছে। সক্রিয় রোগীয় সংখ্যা অনেক বেড়েছে উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫৫ হাজার ৩৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ১০ কোটি ৫০ লক্ষ ৫৯ হাজার ৬৪৭।