প্রতীকী ছবি।
র্যাপিড অ্যান্টিবডি টেস্টের রূপরেখা তৈরি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। রবিবার তাদের ওয়েবসাইটে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এই ধরনের পরীক্ষাকে ঘিরে যাতে কোনও আতঙ্ক না-ছড়ায়, সেই জন্য যাঁর র্যাপিড টেস্ট হবে, তাঁকে তৎক্ষণাৎ পরীক্ষার ফল জানাতে বারণ করা হয়েছে।
স্বাস্থ্য ভবনের খবর, র্যাপিড টেস্টের জন্য কেন্দ্রের কাছে ৫০ হাজার কিট চেয়ে মিলেছে ১০ হাজার। নির্দেশিকায় বলা হয়েছে, পর্যাপ্ত কিটের অভাবে র্যাপিড টেস্টের আগে স্বাস্থ্য দফতরের অনুমতি নিতে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) মতে, একটি নির্দিষ্ট এলাকায় করোনার প্রভাব বুঝতে র্যাপিড টেস্ট সহায়ক হতে পারে। কিন্তু কারও দেহে ভাইরাস আছে কি না, এতে তা জানা যায় না। সে-ক্ষেত্রে লালারস পরীক্ষার বিকল্প নেই। র্যাপিড টেস্টে রক্তপরীক্ষায় কারও দেহে অ্যান্টিবডি পজ়িটিভ পেলে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হবে। উপসর্গ দেখা দেওয়ার অন্তত সাত দিন পরে পরীক্ষা করলে এই পদ্ধতির সুফল মিলতে পারে। রাজ্যের রূপরেখা বলছে, হটস্পট, ক্লাস্টার, কন্টেনমেন্ট জ়োনের পাশাপাশি নজরদারির অঙ্গ হিসেবে এই ধরনের পরীক্ষা করা যেতে পারে। ২৮টি জেলার ১৪টি মেডিক্যাল কলেজ এই পরীক্ষার ভার পেয়েছে।
আরও পড়ুন: চিনের কিট চলে এল, র্যাপিড টেস্ট কী জেনে নিন
এ দিনই ‘পুলড স্যাম্পেল’ পরীক্ষা শুরু হয়েছে এসএসকেএমে। সেখানকার মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান তথা ভিআরডিএল প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রাজা রায় জানান, আরটিপিসিআরে পাঁচটি লালারসের নমুনাকে একসঙ্গে পরীক্ষা করাই হল ‘পুলড টেস্ট’। এই পদ্ধতিতে একটি রিএজেন্ট খরচ করে পাঁচ জনের পরীক্ষার ফল মেলে। যেখানে সংক্রমণ দুই শতাংশের কম, সেই সব ক্ষেত্রে ‘পুলড টেস্ট’ স্বাগত।
রাজাবাবু বলেন, ‘‘একটি পুলে কোনও নমুনা পজ়িটিভ হলে আলাদা ভাবে ফের পরীক্ষা করতে হবে প্রত্যেকের। তাই যেখানে নেগেটিভই পাওয়া যাচ্ছে, সেখানে সময় ও খরচ বাঁচাতে এই পরীক্ষা চলতে পারে।’’ নাইসেড-প্রধান শান্তা দত্ত বলেন, ‘‘একসঙ্গে তিনটে নমুনা বসিয়ে দেখা গিয়েছে, একটা পজ়িটিভ এলে পুলের বাকি দু’টি নমুনা ফলস নেগেটিভ দেখাচ্ছে। তাই পুলড স্যাম্পেল পরীক্ষা সতর্কতার সঙ্গে করা উচিত।’’
আরও পড়ুন: সার্ক দেশে কেন ‘মন্থর’ করোনা? গবেষণার ডাক বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)