Corona

টানা ৪ দিন রাজ্যে দৈনিক আক্রান্ত দু’হাজারের নীচে, কিছুটা কম সক্রিয় রোগী

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১ হাজার ৯২৩ জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২১:১১
Share:

এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি। নিজস্ব চিত্র

রাজ্যে টানা চার দিন ধরে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দু’হাজারের নীচেই রয়েছে। বৃহস্পতিবারও দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থের সংখ্যা বেশি। তবে বুধবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণের হার।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪ লক্ষ ৮৯ হাজার ২৮৬ জন। এর মধ্যে দৈনিক সংক্রমণের দিক থেকে উত্তর ২৪ পরগনা (২১৭) শীর্ষ স্থানে। তবে দীর্ঘ দিন ধরে সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা কলকাতাকে সরিয়ে ওই জায়গায় উঠে এসেছে হুগলি (১৮৯)। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫৫। এ ছাড়া দার্জিলিং (১৫৪), পশ্চিম মেদিনীপুর (১৫১), পূর্ব মেদিনীপুর (১৪৮), হাওড়া (১১৫), জলপাইগুড়ি (১১১) দক্ষিণ ২৪ পরগনা (১১০), নদিয়া (১০৩)-য় দৈনিক আক্রান্তের সংখ্যা শতাধিক।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১ হাজার ৯২৩ জনের। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ৩.৪৬ শতাংশ। রাজ্যে মোট সংক্রমণ ১০.৭২ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এর ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা এখন হল ১৪ লক্ষ ৪৯ হাজার ৪৬২ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২২ হাজার ৩০৮ জন। যা বুধবারের তুলনায় ৭০ জন কম।

বৃহস্পতিবার রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৯ জন এবং কলকাতায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে মোট মৃত্যু হল ১৭ হাজার ৫১৬ জনের।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে, ৩ লক্ষ ৬৪ হাজার ৩২২টি। এই নিয়ে রাজ্যে মোট টিকাকরণ হল ২ কোটি ৯শো ৮৮ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement