সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।
সংবিধানের প্রস্তাবনা সংক্রাম্ত ১৯৭৬ সালের সংশোধনী আগেও সুপ্রিম কোর্ট খতিয়ে দেখেছে বলে মন্তব্য করল প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। বেঞ্চের মতে, জরুরি অবস্থার সময়ে করা সংসদের সব পদক্ষেপকেই খারিজ করা যায় না।
ইন্দিরা গান্ধী সরকারের আনা ১৯৭৬ সালের সংশোধনীর ফলে প্রস্তাবনায় যোগ হয় ‘সমাজতান্ত্রিক’, ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘অখণ্ডতা’ শব্দগুলি। এর ফলে ভারত ‘সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ থেকে পরিণত হয়েছে ‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র’-এ।
প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’, ‘সমাজতান্ত্রিক’ শব্দগুলি বাদ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী-সহ কয়েক জন আবেদনকারী।
আজ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন, ‘‘এই সংশোধনী এর আগে সুপ্রিম কোর্ট বহু বার খতিয়ে দেখেছে। সংসদ এ নিয়েপদক্ষেপ করেছে। জরুরি অবস্থার সময়ে করা সংসদের সব পদক্ষেপ খারিজ করা যায় না।’’ আজ এই মামলার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। ২৫ নভেম্বর মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।