Calcutta High Court

কলকাতায় সরকারি স্থাবর সম্পত্তি বিক্রি করতে পারবে না রাজ্য! নির্দেশ দিল হাই কোর্ট

হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত এসেক্স ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট-এর (মরিশাস) মামলায় শুক্রবার এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৭:০৮
Share:

নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার। —প্রতীকী চিত্র।

কলকাতার পুর এলাকায় সরকারি স্থাবর সম্পত্তি আপাতত বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমও বিক্রি বা হস্তান্তর করতে পারবে না ক্যামাক স্ট্রিটের সম্পত্তি। হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত এসেক্স ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট-এর (মরিশাস) মামলায় শুক্রবার এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার। পেট্রোকেমের শেয়ার হস্তান্তর চুক্তি অনুযায়ী রাজ্যের থেকে প্রায় ২০০০ কোটি টাকা পায় সংস্থাটি। তা না পেয়ে মামলা করে তারা। আগে হাই কোর্ট, সুপ্রিম কোর্ট সংস্থার পক্ষে রায় দিয়েছে।

Advertisement

সম্প্রতি দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্যকে টাকা মেটানোর নির্দেশ দিয়ে মামলাটি হাই কোর্টে পাঠায়। তারই শুনানি ছিল এ
দিন। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নির্দেশ কার্যকর স্থগিত করার আর্জি জানান। টাকা না দেওয়ার পক্ষে যুক্তি দেন। কিন্তু বিচারপতি সরকার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ক্ষতিপূরণ এখনও কোর্টে জমা রাখেনি রাজ্য। তাই নির্দেশ কার্যকর স্থগিত রাখা যাবে না। এসেক্সের আইনজীবীরা জানান, টাকা না মেটানোর যুক্তি শীর্ষ আদালতে দিয়েছিল রাজ্য। সেখানে নিষ্পত্তির পরে ফের আপত্তির জায়গা নেই। বিচারপতি সরকার জানান, ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। ৩ জানুয়ারি পরবর্তী শুনানি। তার মধ্যে রাজ্য, নিগমকে কোর্টে হলফনামা দিতে হবে। পেট্রোকেম বলেছে নির্দেশ নিয়ে মন্তব্য করবে না। নজর রাখছে পরিস্থিতিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement