— প্রতীকী চিত্র।
প্রদেশ কংগ্রেসে নেতৃত্ব বদলের পরে রাজ্য জুড়ে ঘটে চলা নারী নির্যাতন ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। এ বার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যে বাজারের সামনে প্রতিবাদের ডাক দিল কংগ্রেস। থানায় বিক্ষোভের মতো বাজারে প্রতিবাদের ডাকও দেওয়া হয়েছে এক শনিবারে! আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে এক ঘণ্টার জন্য শহরে এবং ব্লকে ব্লকে বাজারের সামনে প্রতিবাদ কর্মসূচির কথা বলা হয়েছে।
বিধান ভবনে সোমবার ওই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ‘‘চাল, ডালের দাম বেড়েছে। মশলাপাতির দাম আকাশছোঁয়া। আলু, পেঁয়াজ, কাঁচা সব্জি সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। উপনির্বাচনের প্রচারে গিয়েও মানুষের এই অভিযোগ শুনতে হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে সরকারের জন-বিরোধী নীতি এর জন্য দায়ী।’’ প্রদেশ সভাপতি জানিয়েছেন, যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেখানকার প্রার্থীরা ৯ তারিখ বাজারের সামনে প্রচারের অঙ্গ হিসেবেই প্রতিবাদে শামিল হবেন।
রাজ্য জুড়ে লাগাতার ধর্ষণ ও নারী নিগ্রহের যে অভিযোগ আসছে, তার প্রেক্ষিতে সরকারের কাছে গণ-কনভেনশন ডাকার দাবি করেছেন প্রদেশ সভাপতি। শুভঙ্করের বক্তব্য, ‘‘ধর্ষণ বেড়ে চলেছে। শিশুরাও রেহাই পাচ্ছে না। কেন এমন হচ্ছে? শাসক দলের লোকজন জড়িত থাকলে ঘটনা ভয়ঙ্কর রূপ নেয়। গণ-কনভেনশন ডাকুক সরকার, সকলের মতামত নিক।’’ তাঁর দাবি, ‘‘অন্য রাজ্যে মানুষ রাস্তায় নেমে সব সময় প্রতিবাদ করেন না, এই রাজ্যে আর জি করের পরে পথে নেমে মানুষ প্রতিবাদ করেছেন। ঘটনা যা ঘটছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে কলঙ্ক তৈরি হচ্ছে।’’ উপনির্বাচনের প্রেক্ষিতে দল ছেড়ে যাওয়া বা বসে যাওয়া নেতা-কর্মীদের কংগ্রেসে ফিরে আসার আবেদনও করেছেন প্রদেশ সভাপতি।