প্রতীকী চিত্র।
বেতন কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে সরকারকে বিঁধল কংগ্রেস ও বামেরা। বেতন কমিশনের মেয়াদ বার বার না বাড়িয়ে অবিলম্বে তার রিপোর্ট প্রকাশ করার প্রতিবাদে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে সরকারি কর্মী সংগঠনগুলি। বিধানসভাতেও এ বিষয়ে বার বার সরব হয়েছে কংগ্রেস এবং বাম। বৃহস্পতিবার তারা যৌথ ভাবে ওই বিষয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল। তা নিয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রস্তাবটি পড়া হলেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আলোচনায় সম্মতি না দেওয়ায় দুই দলের বিধায়কেরা ওয়াকআউট করেন। পরে মান্নান বলেন, ‘‘সরকারি কর্মচারীদের প্রাপ্য বেতন কমিশন নিয়ে আলোচনার সুযোগ হয় না।’’ স্পিকার অবশ্য জানিয়েছেন, বিধি মেনেই বিরোধীদের প্রস্তাব পাঠ করতে দেওয়া হয়েছে।