—প্রতিনিধিত্বমূলক ছবি।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সরকার। প্রতি দিনই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃত্যুও। সোমবার পরিস্থিতি পর্যালোচনার জন্য নবান্নে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রতিটি জেলায় গ্রাম এবং শহরাঞ্চলে ডেঙ্গি রুখতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট আধিকারিকদের সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না-মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর থাকবে আজও।
এশিয়ান গেমস
আজ এশিয়ান গেমসে হকিতে আবার নামছে ভারত। প্রথম ম্যাচে উজ়বেকিস্তানকে ১৬ গোল দেওয়ার পর ভারতের সামনে এ বার সিঙ্গাপুর। এই ম্যাচ ভোর সাড়ে ৬টা থেকে। শুটিংয়ে এয়ার রাইফেল মিক্সড টিম বিভাগে নামছেন বাংলার মেহুলি ঘোষ। তাঁর ইভেন্টও ভোর সাড়ে ৬টায়। এ ছাড়া বক্সিং, জুডো, সাইক্লিং, স্কোয়াশ, টেনিস, সাঁতার, ফেন্সিংয়েও আজ দেখা যাবে ভারতীয় প্রতিযোগীদের। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে।
গ্রাফিক: সনৎ সিংহ।
যাদবপুরে কর্মসমিতি এবং স্টেকহোল্ডারদের বৈঠক
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক রয়েছে। দুপুরে সেই বৈঠকের আগে সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক করার কথা উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। ছাত্রমৃত্যুর তদন্তে অভ্যন্তরীণ কমিটি গড়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা একটি রিপোর্টও তৈরি করেছে। তবে মঙ্গলবারের কর্মসমিতির বৈঠকে তা পেশ করা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজ্যের আবহাওয়া
আজ রাজ্যের উত্তর এবং দক্ষিণ, সর্বত্রই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তবে বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে, তার দিকেও নজর রাখছে মৌসম ভবন। আজ নজর থাকবে আবহাওয়ার খবরের দিকে।