Maharashtra Politics

বৃহন্মুম্বই পুরনিগমের ভোটে একলা লড়ার ইঙ্গিত দিল উদ্ধবসেনা! মহারাষ্ট্রে বিরোধী জোটে ‘ফাটল’

বৃহন্মুম্বই পুরনিগমের ভোটে একলা লড়ার ইঙ্গিত দিল উদ্ধব ঠাকরের শিবসেনা। শনিবার উদ্ধবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, “কর্মীরা নির্বাচনে একলা লড়াই করতে চাইছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:০০
Share:

উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

বৃহন্মুম্বই পুরনিগমের ভোটে একলা লড়ার ইঙ্গিত দিল উদ্ধব ঠাকরের শিবসেনা। শনিবার উদ্ধবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, “কর্মীরা নির্বাচনে একলা লড়াই করতে চাইছেন।” তিনি এ-ও জানান যে, দল কংগ্রেস এবং শরদ পওয়ারের এনসিপির সঙ্গে জোট বেঁধে লড়বে, না কি একলা লড়াই করবে, তা চূড়ান্ত করতে উদ্ধবের সঙ্গে অন্য নেতাদের আলোচনা চলছে।

Advertisement

মহারাষ্ট্রে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ী’ শোচনীয় ভাবে বিজেপি, শিবসেনা, এনসিপির জোট ‘মহাজুটি’র কাছে পরাজিত হয়েছে। তার পরেই রাউতের মন্তব্যে অনেকে বিরোধী জোটে ফাটলের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।

রাউত অবশ্য জানিয়েছেন, পুণে, পিম্পরি-ছিঁচওয়ার, নাসিক পুরসভার নির্বাচনে জোট বেঁধেই লড়়াই করবেন তাঁরা। তা ছাড়া উদ্ধব-ঘনিষ্ঠ এই নেতা জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোটে থাকার সময়েও অবিভক্ত শিবসেনা বৃহন্মুম্বই পুরসভায় একক ভাবে লড়াই করত। মহারাষ্ট্রের শাসকজোটের তরফে অবশ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, পুর নির্বাচনে তিন দল জোটবদ্ধ হয়েই লড়াই করবে।

Advertisement

প্রসঙ্গত, আয়ের নিরিখে বৃহন্মুম্বই পুরনিগম দেশের ধনীতম পুরসভা। ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ২৫ বছর এই পুরনিগমে ক্ষমতায় ছিল অবিভক্ত শিবসেনা। ২০২২ সালের মার্চ মাসে এই পুরনিগমের জনপ্রতিনিধিদের কার্যকালের মেয়াদ শেষ হয়। তার পর দু’বছর নির্বাচন হয়নি। ফলে বর্তমানে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই বৃহন্মুম্বই পুরনিগমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement