Winter Special Recipes

ছুটির দিনে খুদের টিফিন নিয়ে চিন্তা? বানিয়ে ফেলুন চিকেন পাই, অল্প উপকরণেই জমবে ভোজ

খুদে বাড়িতে থাকলে বিকেলের দিকে রকমারি টিফিন চাই-ই চাই। বাড়িতে মুরগির মাংস আর ডিম থাকলে বানিয়ে ফেলুন চিকেন পাই। রইল রেসিপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:১৯
Share:

চটজলদি চিকেন পাই বানানোর সহজ উপায়। ছবি: শাটারস্টক।

দিন কয়েক বাদেই খুদেদের শীতের ছুটি পড়বে স্কুলে। আর তারা বাড়িতে থাকলে বিকেলের দিকে রকমারি টিফিন তো চাই-ই চাই। বাড়িতে মুরগির মাংস আর ডিম থাকলে বানিয়ে ফেলুন চিকেন পাই। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

২০০ গ্রাম চিকেন কিমা

Advertisement

৩টে ধারের অংশ বাদ দেওয়া পাউরুটির টুকরো

১ চা চামচ কাঁচালঙ্কা কুচি

৩ চা চামচ পার্সলে কুচি

২ চা চামচ টম্যাটো সস

১ চা চামচ চিলি সস

স্বাদ মতো নুন

আধ কাপ গ্রেট করা চিজ়

১ টেবিল চামচ রসুন বাটা

এক কাপ পেঁয়াজ কুচি

আধ কাপ দুধ

২ টেবিল চামচ মাখন

২টো ডিম

প্রণালী:

প্যানে মাখন গরম করে তাতে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে হালকা করে ভেজে নিন। এর পর তাতে চিকেন কিমা, নুন, চিলি সস, টম্যাটো সস, কাঁচালঙ্কা ও পার্শলে কুচি দিয়ে ভাজুন। পাউরুটির টুকরো দুধে ভিজিয়ে রাখুন ও ডিম আলাদা করে ফেটিয়ে নিন। কিমার মিশ্রণ শুকনো হয়ে গেলে গ্যাসের আঁচ নিভিয়ে ঠান্ডা হতে দিন। এ বার কিমাতে দুধে ভেজানো পাউরুটি ও ফেটানো ডিম দিয়ে ভাল করে মিশিয়ে নিন। একটা বেকিং ট্রে-তে মাখন ব্রাশ করে রাখুন ও তার মধ্যে কিমার মিশ্রণ ঢেলে দিন। উপর থেকে গ্রেট করা চিজ় ছড়িয়ে দিন। এ বার অভেনটি ১০ মিনিট প্রি হিট করে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন চিকেন পাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement