News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১০

কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে কি কিছু বলবে হাই কোর্ট? হাই কোর্টে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি। পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তিন দিনের সফরে আমেরিকায় প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ০৬:৩৮
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে কি কিছু বলবে হাই কোর্ট

Advertisement

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ মেনে রাজ্যের ২২ জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। ৬৩ হাজারের বেশি বুথের জন্য যা অনেকটাই কম বলে মনে করছে বিরোধীরা। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে ফের আদালতে যেতে পারে তারা। আদালত কিছু বলে কি না আজ সেই খবরের দিকে নজর থাকবে।

হাই কোর্টে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি

Advertisement

গত ১৫ জুন ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী চাইতে বলেছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে বিরোধীরা। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ওই আবেদনের শুনানি রয়েছে। আজ নজর থাকবে ওই খবরের দিকে।

পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি

পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটছে। মনোনয়ন পর্বের পর এ বার মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক অশান্তি। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর থাকবে।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এল কি না

রাজ্যের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো বাহিনী পাঠানোর নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। আজ কেন্দ্রীয় বাহিনী এল কিনা সেই খবরের দিকে নজর থাকবে।

তিন দিনের সফরে আমেরিকায় প্রধানমন্ত্রী মোদী

তিন দিনের সফরে আজ আমেরিকায় যাচ্ছেন প্রধান নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বিষয়-সহ সেখানে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নজর থাকবে প্রধানমন্ত্রীর এই সফরের দিকে।

বিশ্ব যোগ দিবস

আজ বিশ্ব যোগ দিবস। সারা দেশ জুড়ে পালিত হবে দিনটি। আন্তর্জাতিক স্তরেও এই দিনটি পালন করা হয়। আজ নজর থাকবে যোগ দিবস সম্পর্কিত নানা খবরের দিকে।

মহিলাদের এশিয়া এমার্জিং কাপ ক্রিকেট ফাইনাল: ভারত-বাংলাদেশ

আজ মহিলাদের এশিয়া এমার্জিং কাপ ক্রিকেট ফাইনাল ম্যাচ রয়েছে। সকাল ৯টা থেকে ভারত বনাম বাংলাদেশের মধ্যে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল: ভারত-পাকিস্তান

আজ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলাটি শুরু হবে। কোন দল জিতল সেই খবরের দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

গরমের অস্বস্তি বজায় থাকলেও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু কমবে। বজ্রবিদুৎ-সহ বৃষ্টিও হতে পারে অনেক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে।

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ হাই কোর্ট থেকে সংগ্রহ করছে সিবিআই। এই অবস্থায় তদন্তের অগ্রগতির দিকে আজ নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement