ফাইল ছবি।
দেশ জুড়ে বাড়ছে করোনা। বাংলাতেও প্রায় প্রতিদিনই করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, এই পরিস্থিতিতে রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিল কেন্দ্র। বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা। সংক্রমণ থাকলেই নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগে করোনা ঠেকাতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, পুনরায় তা চালু করার কথাও বলেছেন স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
রাজ্যকে পাঠানো চিঠিতে রাজেশ জানিয়েছেন, বিদেশ থেকে আসা প্রতিটি বিমানের ২ শতাংশ যাত্রীর র্যান্ডম প্রক্রিয়ায় করোনা পরীক্ষা করতে হবে। নমুনা পজিটিভ এলেই তা পাঠাতে হবে জিন পরীক্ষার জন্য।
ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে ডাক্তারখানা বা হাসপাতালে এলেই তা নথিভুক্ত করতে হবে এবং তৎপরবর্তী ব্যবস্থা নিতে হবে।
রাজ্যকে পাঠানো কেন্দ্রের চিঠি।
রাজ্যে ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হয়েছে। রাজ্যের সর্বত্র কোভিড বেডের সংখ্যাও বৃদ্ধি করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।