Ghatal Master Plan

প্রকল্পের কাজ শেষ করতে কত সময় লাগবে? ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাই কোর্টের

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবি দীর্ঘ দিনের। এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাত নতুন নয়। তার জেরে আটকে ছিল ঘাটালের ওই প্রকল্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৪:১৫
Share:

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব আদালতের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। কী ভাবে ওই প্রকল্পের কাজ হচ্ছে এবং পরিকল্পনা কী, তা নিয়ে রিপোর্ট দিতে হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ছ’সপ্তাহের মধ্যে সেচ ও জলপথ পরিবহণ দফতরের প্রধান সচিবকে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নিয়ে রিপোর্ট দিতে হবে। আদালতকে জানাতে হবে ওই প্রকল্পের জন্য কত টাকা খরচ হবে। প্রকল্পের কাজ শেষ করতে কত দিন সময় লাগবে? ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার।

Advertisement

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবি দীর্ঘ দিনের। এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাত নতুন নয়। তার জেরে আটকে ছিল ঘাটালের ওই প্রকল্প। গত লোকসভা ভোটের আগে আরামবাগের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার একাই করবে। ওই সময়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটালের ওই প্রকল্প শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার পরেই রাজ্য সরকার কবে এই প্রকল্পের শিলান্যাস করবে, তা নিয়ে কৌতূহল বাড়তে থাকে। কী ভাবে কাজ হবে, শহরের কোথায় কী হবে, কোন কোন জমি প্রয়োজন— এই সব নানান বিষয় নিয়েও আলোচনা চলছে।

প্রসঙ্গত, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য সংসদে সরব হয়েছিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। প্রকল্পটি চালু হওয়া নিয়ে ব্যাপক দড়ি টানাটানি চলেছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। বামফ্রন্ট জমানা থেকেই এই প্রকল্পটি কবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন উঠছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement