Avishek Banerjee

Abhishek Banerjee: অভিষেকের সচিবকে এখনই গ্রেফতার নয়, কয়লা-কাণ্ডে ইডি-কে নির্দেশ দিল হাই কোর্ট

হাই কোর্ট জানায়, ছ’সপ্তাহ গ্রেফতার করা যাবে না সুমিতকে। এই রায়ে খুশি নয় ইডি। তারা এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১২:১৮
Share:

কলকাতা হাই কোর্টে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়। নিজস্ব চিত্র

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে। ভার্চুয়ালে বা সশরীরে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে উচ্চ আদালত জানায়, ছ’সপ্তাহ গ্রেফতার করা যাবে না সুমিতকে। উচ্চ আদালতের ওই রায়ে খুশি নয় ইডি। ইডি সূত্রে খবর, তারা এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে।

Advertisement


কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সুমিতকে দু’বার দিল্লিতে তলব করেছিল ইডি। ইডি-র ওই সমনের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন, ইডি-র সমনে সাড়া দিতে হবে সুমিতকে। ভার্চুয়াল বা সশরীরে তিনি হাজিরা দিতে পারেন।


সুমিতকে দিল্লিতে ডেকেছিল ইডি। কিন্তু হাই কোর্ট জানায়, ইডি-র কলকাতা অফিসেও জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে পারেন সুমিত। এমনকি যে হেতু তাঁর নাম এফআইআর-এ নেই, তাই তাঁকে আপতত ছ’সপ্তাহ গ্রেফতার করা যাবে না। আদালতের এই রায়ের ফলে কিছুটা স্বস্তিতে অভিষেকের সচিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement