—প্রতিনিধিত্বমূলক ছবি।
এসএসসি নিয়োগ মামলা শুনবে নতুন ডিভিশন বেঞ্চ। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে এ বার মামলা গেল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আগেই এ নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
টাকার বিনিময়ে চাকরি দেওয়া, দুর্নীতির অভিযোগে নেতা-মন্ত্রীদের জড়ানো এবং গ্রেফতারি— গত দু’বছর ধরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা চলছে হাই কোর্টে। এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে হাই কোর্টেই এসএসসি মামলা ফিরিয়ে দেওয়া হয়। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সংশ্লিষ্ট মামলাগুলির শুনানির জন্য হাই কোর্টকে ছ’মাসের সময়সীমা বেঁধে দেয়। প্রয়োজনে হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠন করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবারই বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ‘বঞ্চিত চাকরিপ্রার্থীদের’ আইনজীবী ফিরদৌস শামিম। তার পর ইঙ্গিত ছিলই। শুক্রবার হাই কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে পাঠানো হল এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা।