Baseball

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর খেলার মাঠে প্রথম লড়াই, ভারতের মহিলারা হারালেন পাকিস্তানকে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রথম বার খেলার মাঠে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। মহিলাদের বেসবল এশিয়া কাপের লড়াইয়ে টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২০:২৪
Share:
Picture of Baseball

ভারতীয় বেসবল খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: এক্স (টুইটার)।

মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল ভারত। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছেন মনবীর কৌর, হরবিন্দর কৌরেরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রথম বার খেলার মাঠে মুখোমুখি হয়েছিল দু’দেশ।

Advertisement

জঙ্গি হামলায় এক নেপালি নাগরিক এবং ২৫ জন ভারতীয়ের মৃত্যুর পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ করেছে। জঙ্গিদের খোঁজে গোটা কাশ্মীরের তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠছে দেশের সব প্রান্তে। এমন পরিস্থিতির মধ্যেই ব্যাঙ্ককে আয়োজিত মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তাতে শেষ হাসি হেসেছে ভারতীয় দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছে ভারতীয় দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চিঠি লিখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) জানিয়েছে, কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। ভারতে বন্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও। অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া জানিয়েছেন, তাঁর প্রতিযোগিতায় পাকিস্তানের আরশাদ নাদিমের যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement