Fruit For Skin Hydration

গ্রীষ্মে শরীরের পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কোন কোন ফল খাওয়া ভাল?

ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য সবার আগে তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। ত্বকের আর্দ্র ভাব নষ্ট হলে বয়সের ছাপ পড়তে শুরু করে ত্বকে। গ্রীষ্মে তাই শরীর এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ভরসা রাখতে পারেন তিন ফলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২০:৩৯
Share:

—ফাইল চিত্র।

গ্রীষ্মে অতিরিক্ত রোদে যেমন শরীরের আর্দ্রতা নষ্ট হয়, তেমনই কমে যায় ত্বকের আর্দ্র ভাবও। অথচ ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য সবার আগে তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। ত্বকের আর্দ্র ভাব নষ্ট হলে বয়সের ছাপ পড়তে শুরু করে ত্বকে। চলে যায় টানটান ভাব এবং ঔজ্জ্বল্য। গ্রীষ্মে তাই শরীর এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ভরসা রাখতে পারেন তিন ফলে।

Advertisement

১। তরমুজ

যেমন সুস্বাদু, তেমনই শরীরে জলের জোগান দেওয়ার জন্যও আদর্শ এই ফল। তরমুজের ৯০ শতাংশই জল। গরমের এই ফল শরীরের পাশপাশি ত্বকও ভাল রাখতে পারে। বাড়তি পাওনা হিসাবে ভিটামিন এবং খনিজ তো রয়েছেই।

Advertisement

২। শসা

শসাকে ফলের থেকে সব্জি ভাবা হয় বেশি। তবে শরীরকে আর্দ্রতা জোগাতে শসা তরমুজের থেকেও বেশি সরেস। এই ফলের ৯৫ শতাংশই জলে ভরা। ত্বকের স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি, তাকে আর্দ্র রাখার জন্য অত্যন্ত কার্যকরী শসা।

৩। আম

গরমের ফল আমে ৮০-৮৪ শতাংশ পর্যন্ত জল রয়েছে। গরমে শরীরকে ঠান্ডা করার পাশাপাশি ত্বককেও আর্দ্রতা জোগাতে সাহায্য করে আম। তা ছাড়াও আমে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টস, হজমে সহায়ক এনজ়াইম, ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি যা গরমে শরীর এবং রোদে পোড়া ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement