বুদ্ধদেব ভট্টাচার্য।
আগের থেকে ভাল আছেন করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েকদিনের তুলনায় তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সক।
বৃহস্পতিবার তাঁর রক্ত পরীক্ষা করা হয়। শুক্রবার চিকিত্সকরা বুদ্ধেদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করে আসেন। এ দিনও হাসপাতালে ভর্তি হতে রাজি হননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই চিকিত্সা করাতে চাইছেন।
শুক্রবারও তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন বলে জানিয়েছেন চিকিত্সক। দীর্ঘদিন ধরেই সিওপিডি রয়েছে তাঁর। এর মধ্যে করোনা সংক্রমণ চিন্তা বাড়ালেও শরীরে অক্সিজেনের মাত্রা আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সক।