Bhai dooj

Bhai Dooj 2021: ভাইফোঁটায় এ বার জোড়া ছুটি, সুখবর চাকরিজীবীদের জন্য, দ্বিতীয়ার মজা তৃতীয়াতেও

কালীপুজোর দু’দিন পরেই ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লদ্বিতীয়া ত‌িথিই ভ্রাতৃদ্বিতীয়া হিসেবে পালিত হয় গোটা দেশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৩:১৬
Share:

কালীপুজোর দু’দিন পরেই ভাইফোঁটা প্রতীকী ছবি।

কালীপুজোর দু’দিন পরেই ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লদ্বিতীয়া ত‌িথিই ভ্রাতৃদ্বিতীয়া হিসেবে পালিত হয় গোটা দেশে। বাংলায় নাম ভাইফোঁটা। আর গোটা দেশে ‘ভাই দুজ’। দাদা-ভাইদের মঙ্গল কামনায় কপালে ফোঁটা পরান দিদি-বোনেরা। ধর্মীয় পরব হলেও বাংলায় এও এক সামাজিক উৎসব। এ বার পঞ্জিকা আর ক্যালেন্ডারের যুগলবন্দিতে সেই উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে জোড়া ছুটির মজা। ছুটি প্রিয় বাঙালির কাছে এটা নিশ্চিত ভাবেই আনন্দের খবর যে, এ বার ভাইফোঁটা ৬ নভেম্বর, শনিবার। চাকরিজীবীদের কাছে সপ্তাহান্ত। মানে পরের দিন রবিবারও ছুটি। যাঁরা দিদি বা ভাইয়ের বাড়িতে যান, তাঁদের ছুটি নষ্টের ভয়ে সকালে গিয়ে বিকেলে ফেরার দরকার নেই। বরং পরের দিনটাও জম্পেশ খাওয়া দাওয়া এবং আড্ডার সুযোগ মিলবে।
সুতরাং, এ বছর ভাই ফোঁটায় চুটিয়ে আনন্দ করে নিতে হবে। কারণ, পরের বছর মানে ২০২২ সালে ভাইফোঁটা ২৬ অক্টোবর। সেটা বুধবার। আগামী বছরের দুর্গাপুজোতেও নিরানন্দের খবর রয়েছে। শুরুতেই নষ্ট হবে ছুটি। ষষ্ঠী অর্থাৎ দেবীর বোধন পয়লা অক্টোবর অর্থাৎ শনিবার। এ দিন থাকে সরকারি ছুটি। অর্থাৎ একসঙ্গে নষ্ট একাধিক ছুটি। লক্ষ্মীপুজো আবার ৯ অক্টোবর মানে সেই রবিবার, নষ্ট ছুটি। তবে ২০২২-এ কালীপুজো সোমবার ২৪ অক্টোবর। অর্থাৎ টানা তিন দিন ছুটি পাবে বাঙালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement