দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গিয়েছে গাড়ি। — নিজস্ব চিত্র।
পথদুর্ঘটনায় মৃত্যু হল রোগী-সহ ২ জনের। রোগীকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে ঘটল এই দুর্ঘটনা। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি বাজার এলাকায়, দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় গাড়ির দুই আরোহীর। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ গলসি বাজারের উড়ালপুলে গাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক। তার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ৪ জন যাত্রীই গুরুতর জখম হন। সঙ্কটজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতরা হলেন বুদবুদের সুকান্তনগরের বাসিন্দা শঙ্কু মজুমদার (৩০) এবং মামণি মালাকার (৬০)। শঙ্কু ছিলেন গাড়ির চালক। মামণিতে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শঙ্কুর বন্ধু কালু মালাকারের মা মামণি শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে চিকিৎসার জন্য প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্ধমান নিয়ে যাওয়ার পথে ঘটে ওই দুর্ঘটনা। দুর্ঘটনার পর গাড়ির অবস্থা এমন হয় যে পুলিশ গাড়িটি কেটে উদ্ধার করে আহতদের। গুরুতর জখম অবস্থায় আরও ২ জনের চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।