Fake Officials

Fake officials: জাতীয় মানবাধিকার কমিশনের ভুয়ো আধিকারিক সেজে পূর্ব বর্ধমানে গ্রেফতার তিন

গাড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের প্লেট লাগানো দেখে পুলিশেরও সন্দেহ হয়। তার পরই গ্রেফতার করা হয় ওই তিন ব্যক্তিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ২১:৪৯
Share:

নিজস্ব চিত্র।

ভুয়ো আইএএস, সিবিআই আধিকারিক-কাণ্ডের পর এ বার পুলিশের জালে জাতীয় মানবাধিকার কমিশনের তিন ভুয়ো আধিকারিক। পূর্ব বর্ধমানের কালনা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে কালনার ডাঙ্গাপাড়া এলাকায় একটি হোটেলের সামনে সাদা রঙের দামি চার চাকার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই গাড়ি থেকে তিন ব্যক্তিকে নেমে হোটেলের ভিতর ঢুকে যেতে দেখেন আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি। গাড়িতে লাগানো প্লেটে ‘ন্যাশানাল সেক্রেটারি-ইউথ সেল-ন্যাশানাল হিউম্যান রাইটস্ অ্যান্ড সোশ্যাল জাস্টিস ব্যুরো ইন্ডিয়া’ লেখা দেখেই সন্দেহ তাঁদের। থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে সেখানে। গাড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের প্লেট লাগানো দেখে পুলিশেরও সন্দেহ হয়। তার পরই গ্রেফতার করা হয় ওই তিন ব্যক্তিকে।

ধৃতদের নাম আজিজ আলী শেখ, জাকির হোসেন ও আমজাদ হোসেন। আজিজ ও জাকির মুর্শিদাবাদ জেলার চকবাজার এলাকার বাসিন্দা। গ্রহরত্নের ব্যবসায়ী তারা। আমজাদ মুর্শিদাবাদ থানা এলাকার বাসিন্দা। গাড়ির চালক সে।

Advertisement

শনিবার ৩ ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হয়। তাদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য বলেন, ‘‘ধৃতরা বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement