Cristiano Ronaldo

অবসরের পরের পরিকল্পনা তৈরি রোনাল্ডোর, তবে কি এই মরসুমেই ইতি?

ইউরোপের ফুটবল থেকে সরে এসেছেন ৩৯ বছরের রোনাল্ডো। কিন্তু এখনও নিয়মিত গোল করছেন। হয়তো পরের মরসুমেও খেলবেন। কিন্তু অবসরের পর কী করবেন তা ভাবা রয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

অবসরের পর কী কী করবেন তা ঠিক করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলার হিসাবে কেরিয়ারের শেষ পর্বে চলে এসেছেন তিনি। সৌদি আরবের আল নাসেরের হয়ে খেললেন। ইউরোপের ফুটবল থেকে সরে এসেছেন ৩৯ বছরের রোনাল্ডো। কিন্তু এখনও নিয়মিত গোল করছেন। হয়তো পরের মরসুমেও খেলবেন। কিন্তু অবসরের পর কী করবেন তা ভাবা রয়েছে তাঁর।

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলেছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পাঁচ বার। বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন তাঁর দখলে। ৯০০-র বেশি গোল করেছেন সব ধরনের খেলা মিলিয়ে। এখনও করে চলেছেন। সেই রোনাল্ডো বলেন, “আমি কোচ হব না। কখনও কোনও দলের কোচ হব না আমি। কোনও ক্লাবের প্রেসিডেন্টও হব না। আমি ক্লাবের মালিক হতে পারি।” কোনও ক্লাব তিনি কিনতে চান কি না জানতে চাওয়া হলে রোনাল্ডো বলেন, “দেখা যাক। সময় হলে জানা যাবে। এখনও ভাবিনি কোনও বিশেষ ক্লাবের কথা। তবে কয়েকটা ক্লাবের নাম মাথায় আছে।”

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় সেই ক্লাব সম্পর্কে অনেক সমালোচনা করেছিলেন রোনাল্ডো। সেই ক্লাবের মালিক গ্লেজার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাঁকে। রোনাল্ডো বলেন, “আমি যদি কখনও ওই ক্লাবের মালিক হই, তা হলে বেশ কিছু পরিবর্তন করব। আমার যে যে জিনিসগুলো পছন্দ নয়, সেগুলো সব বদলাব। এখন আমার বয়স কম। অনেক স্বপ্ন আছে আমার। অনেক পরিকল্পনা আছে। আমি কখনও একটা বড় ক্লাবের মালিক হব। লিখে রাখুন।”

Advertisement

২০২১ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় বারের জন্য যোগ দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু সে বার তেমন নজর কাড়তে পারেননি। ২০২২ সালের নভেম্বরে দল ছাড়েন তিনি। ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে মতবিরোধ হয়েছিল তাঁর। ম্যাঞ্চেস্টার ছেড়ে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। ২০২৫ পর্যন্ত সেই ক্লাবের সঙ্গে চুক্তি আছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement