Anubrata Mondal

আবারও জামিন হল না অনুব্রতের, ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই আদালত

সিবিআই সূত্রে খবর, শুক্রবার অনুব্রতের বিরুদ্ধে বেশ কিছু নথি আদালতে জমা করা হয়েছে। সম্প্রতি হদিস পাওয়া শতাধিক বেনামি ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৬
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।

গরু পাচার মামলায় আবারও অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আবার আদালতে হাজির করানো হয়। অনুব্রতের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করেননি। শুনানির পর শাসকদলের নেতাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানি ৩ মার্চ। অনুব্রতের পাশাপাশি, তাঁর এককালের দেহরক্ষী সহগল হোসেনকেও ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়। গরু পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর করা মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন সহগল।

Advertisement

সিবিআই সূত্রে খবর, শুক্রবার অনুব্রতের বিরুদ্ধে বেশ কিছু নথি আদালতে জমা করা হয়েছে। সম্প্রতি হদিস পাওয়া শতাধিক বেনামি ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও রয়েছে। তদন্তকারীদের সূত্রে দাবি, সেই সব অ্যাকাউন্ট থেকে অনুব্রত ও তাঁর ‘ঘনিষ্ঠ’দের চালকলের টাকার লেনদেন হয়েছে। সেই তথ্যই আদালতকে দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, বেনামি অ্যাকাউন্ট নিয়ে তৃণমূল নেতাকে বেশ কিছু প্রশ্ন করা হয়। কিন্তু তার সদুত্তর মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement