—প্রতীকী ছবি।
বিদায়ী বছরে কমেছে ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ বা এনপিএ। বর্ষশেষে সেই তথ্য প্রকাশ্যে আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেখানে বলা হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ দেশের ব্যাঙ্কগুলির মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ কমেছে ২.৬ শতাংশ। গত ১২ বছরের মধ্যে একে সর্বনিম্ন বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।
গত বছরের (পড়ুন ২০২৪) ডিসেম্বরে আর্থিক স্থিতিশীলতা রিপোর্ট প্রকাশ করে আরবিআই। সেখানে নেট এনপিএর পরিমাণ ০.৬ শতাংশ রয়েছে বলে জানায় শীর্ষ ব্যাঙ্ক। পাশাপাশি, ঋণগ্রহণকারীদের টাকা ফেরত দেওয়ার প্রবণতা বৃদ্ধির কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের মার্চে ভারতীয় ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ ছিল সাড়ে চার শতাংশ। গত বছরের (২০২৪) সেপ্টেম্বরে সেটি ২.৪ শতাংশে নেমে আসে বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। বৃহৎ ঋণের ক্ষেত্রে শেষ দু’বছরে অনুৎপাদক সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছে আরবিআই।
কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্টে বড় অঙ্কের ঋণ নেওয়া প্রথম ১০০ জনের কথা বলা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এঁদের ঋণের অঙ্ক কমেছে ৩৬.৪ শতাংশ। এরা কেউই আসবেন না এনপিএর তালিকায়। পাশাপাশি মাঝারি আকারের গ্রাহকদের ক্ষেত্রে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
২০২৪-’২৫ আর্থিক বছরে এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলির কর জমা দেওয়ার পর লাভের বেড়েছে যথাক্রমে ৩০.২ এবং ২০.২ শতাংশ। অন্য দিকে বিদেশি ব্যাঙ্কগুলি ৮.৯ শতাংশ লাভ করেছে বলে জানা গিয়েছে।