Accident

হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় কালনায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রীর

মৃত ছাত্রীর নাম সুচরিতা ঢক। তাঁর বাড়ি কালনা থানার আনুখাল পঞ্চায়েতের বালিয়া এলাকায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৫:৩৩
Share:
সোমড়াবাজারে ট্রেনের ধাক্কায় মৃত্যু। ইনসেটে সুচরিতা ঢক।

সোমড়াবাজারে ট্রেনের ধাক্কায় মৃত্যু। ইনসেটে সুচরিতা ঢক। — নিজস্ব চিত্র।

হেডফোন লাগিয়ে রেললাইন ধরে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম সুচরিতা ঢক (১৮)। বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। রেলপুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

সুচরিতার বাড়ি কালনা থানার আনুখাল পঞ্চায়েতের বালিয়া এলাকায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে যাওয়ার সময় ব্যান্ডেল-কাটোয়া রেলপথের সোমড়াবাজার স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচরিতার। তাঁর বাবা সুজন ঢক পেশায় কৃষক। সুচরিতা আনুখাল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। মৃতার কাকা বিমল ঢক বলেন, ‘‘সোমড়াবাজারের মুড়াগড় এলাকায় সুচরিতার দিদির বাড়ি। সেখানে ও গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে কানে হেডফোন লাগিয়ে লাইন ধরে হেঁটে সোমড়াবাজার স্টেশনের দিকে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে একটি ট্রেন তাকে ধাক্কা মারে।’’

বুধবার সন্ধ্যায় কালনা স্টেশনের রেলপুলিশ সুচরিতার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তখনওে তাঁর নাম বা পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে মৃতদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয় সুচতরিতার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement