উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। —ফাইল চিত্র।
অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে শোকজ় করল তৃণমূল। তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, শুক্রবার ওই শোকজ়ের চিঠি পাঠানো হয়েছে বিধায়ককে। বিধায়কসভায় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে আলোচনা করে এই শোকজ়ের চিঠি পাঠানো হয়েছে। তবে সূত্রের খবর, জবাব দেওয়ার জন্য কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। বিধায়ককে যত দ্রুত সম্ভব নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে।
সম্প্রতি অশোকনগরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বিধায়ক নারায়ণের কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ওই অনুষ্ঠানমঞ্চে বিধায়কের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে সমাজমাধ্যমে। অনেকেই দাবি করেন, বিধায়ক সেই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। সমাজমাধ্যমে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল জানিয়ে দেয়, বিধায়কের আচরণকে দল অনুমোদন করে না।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় নারায়ণকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ওই ভিডিয়োটি অনুষ্ঠানের শেষ দিনের। সে দিন অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীতশিল্পী মঞ্চে ওঠার আগে বিধায়ক সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন। দর্শকাসনে তখন অনেকেই ছিলেন। ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় বিধায়কের কথা কিছু ক্ষেত্রে অসংলগ্ন ঠেকেছে বলে মনে করছে উপস্থিত জনতার একাংশ।
বুধবার সকালে তৃণমূল ভবনে যান দলের রাজ্য সভাপতি বক্সী। সূত্রের খবর, সেখানেই তিনি দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে নির্দেশ দেন ভাইরাল ভিডিয়ো-বিতর্কে বিবৃতি দেওয়ার জন্য। তার পরে বুধবার বিকেলেই তৃণমূলের তরফে জয়প্রকাশ জানান, অশোকনগরের বিধায়ক একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে ‘অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন’, তা দল কোনও ভাবেই অনুমোদন করে না। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে ‘খাপ খায় না’ বলেও জানান জয়প্রকাশ। এ বিষয়ে দলের জেলা স্তরের শৃঙ্খলারক্ষা কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়।