Pandabeswar

প্রেমে বাধা, একই ওড়না গলায় জড়িয়ে গাছ থেকে ঝুললেন বিধবা যুবতী এবং বিবাহিত যুবক

অনিল মণ্ডল এবং বিষ্ণুদেব ভাণ্ডারীর মতো স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে খোটাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলে দু’টি ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেন পাণ্ডবেশ্বর থানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮
Share:

যাঁর সঙ্গে ওই মহিলা সম্পর্কে জড়ান, তিনিও বিবাহিত ছিলেন। সেখান থেকে যুবকের পরিবারে অশান্তি হত বলে খবর। প্রতীকী চিত্র।

সাতসকালে এক যুগলের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে। শুক্রবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের অদূরে একটি জঙ্গল থেকে দু’জনের দেহ উদ্ধার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদের নাম প্রশান্ত রুইদাস (২৭) এবং শর্বাণী কোলে (২৪)।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত যুগলের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। মৃতার মা মতি কোলে জানান, তাঁর জামাতা মারা গিয়েছেন অনেক দিন আগে। কন্যার এক সন্তান রয়েছে। কিছু দিন আগে এক জনের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর মেয়ে। কিন্তু যাঁর সঙ্গে ওই মহিলা সম্পর্কে জড়ান, তিনিও বিবাহিত ছিলেন। সেখান থেকে যুবকের পরিবারে অশান্তি হত বলে খবর।

অনিল মণ্ডল এবং বিষ্ণুদেব ভাণ্ডারীর মতো স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে খোটাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলে দু’টি ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেন পাণ্ডবেশ্বর থানায়। এর পর পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওড়নাতেই দু’জনের দেহ গাছে ঝুলতে থাকতে দেখেন তাঁরা। তবে এটা আত্মহত্যা, না এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের তরফে যদিও স্বীকার করে নেওয়া হয়েছে যে, ওই দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement