Dilip Ghosh

Dilip Ghosh: বন বন করে লাঠি ঘুরল রাস্তায়, দুর্গাপুরে রামনবমীর মিছিলে মধ্যমণি দণ্ডধারী দিলীপ

রামনবমীতে দুর্গাপুরের রাস্তায় লাঠি চালনা করতে দেখা গেল বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এর আগেও বর্ণময়তার নিদর্শন রেখেছন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ০০:১৮
Share:

লাঠি খেলা দেখাচ্ছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

আবারও নিজের বর্ণময় চরিত্র জনসমক্ষে তুলে ধরলেন বিজেপি-র কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এ বার রামনবমীতে দুর্গাপুরের রাস্তায় লাঠি চালনা করতে দেখা গেল বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতিকে। নেটমাধ্যমে লাঠি চালানোর ভিডিয়ো নিজেই শেয়ার করেছেন দিলীপ। এর আগেও একাধিক বার বর্ণময়তার নিদর্শন রেখেছেন তিনি। গত বছরেই গ্রামের বাড়িতে গিয়ে লাঠি দিয়ে আম পাড়তে দেখা গিয়েছিল দিলীপকে।

Advertisement

দিলীপের ঘনিষ্ঠমহলের বক্তব্য, আরএসএস-এ শারীরিক ও বৌদ্ধিক দুই ধরনের চর্চাই হয়ে থাকে। সংগঠনে দিলীপ বহু দিন শরীরের চর্চা হিসেবে যোগব্যায়াম, ‘দণ্ডশিক্ষা’র প্রশিক্ষণ দিয়েছেন। সেই অভ্যাস যে তিনি আজও ভুলে যাননি, রামনবমীতে দুর্গাপুরের মায়াবাজারে তাই প্রমাণ করলেন দিলীপ। ভিডিয়োতে একেবারে পেশাদারের মতো লাঠি ঘোরাতে দেখা গিয়েছে তাঁকে। প্রসঙ্গত, আরএসএস শাখায় লাঠিচালনাকে ‘দণ্ডশিক্ষা’ বলা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement