প্রতিনিধিত্বমূলক ছবি।
দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। রবিবার এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার আট নম্বর ডালুরবাঁধ এলাকায়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ওই দম্পতি। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুরজকুমার পাসওয়ান (২৭) এবং কবিতাকুমারী পাসওয়ান (২১)। রবিবার সকালে তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। সুরজের বাড়ির জানালা দিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ দেখতে পান তাঁরা দু’জন দু’টি ঘরে ঝুলছেন। দু’টি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বছর দুয়েক হল বিয়ে হয়েছে সুরজের। তাঁদের কোনও সন্তান নেই। সুরজ স্থানীয় কয়লা খনিতে কাজ করতেন। সুরজের বাবা রামবাহাদুর পাসওয়ান বলেন, ‘‘আমি পাশের ঘরে ছিলাম। আমার স্ত্রী (সরস্বতী দেবী) দুর্গাপুরে আত্মীয়ের বাড়ি গিয়েছিল। আজ সকালে উঠে জানতে পারি আমার ছেলে এবং বৌমার মৃত্যু হয়েছে।’’
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব কুমার গৌতম জানিয়েছেন, দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।