Manmohan Singh

মনমোহনকে ভারতরত্নের প্রস্তাব কেজরীওয়ালদের

দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে সাপে-নেউলে দশা অরবিন্দ কেজরীওয়ালের দল এবং কংগ্রেসের। কিন্তু আজ সকালেই বিবৃতি দিয়ে আপের রাজ্যসভা সদস্য সঞ্জয় সিংহ সদ্য প্রয়াত মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৮
Share:

মনমোহন সিংহ। —ফাইল চিত্র।

কংগ্রেসের আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলল আম আদমি পার্টি। অতীতে মোদী সরকার একাধিক কংগ্রেস নেতাকে ভারতরত্ন খেতাবে সম্মানিত করেছে। মনমোহনের ক্ষেত্রেও একই চিত্র পুনরাবৃত্তির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কংগ্রেস নেতৃত্ব। এ দিকে আজ তাঁর পূর্বসূরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “প্রধানমন্ত্রী হিসাবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Advertisement

দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে সাপে-নেউলে দশা অরবিন্দ কেজরীওয়ালের দল এবং কংগ্রেসের। কিন্তু আজ সকালেই বিবৃতি দিয়ে আপের রাজ্যসভা সদস্য সঞ্জয় সিংহ সদ্য প্রয়াত মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান। সঞ্জয় বলেন, “ভারতরত্ন পাওয়ার জন্য যে ধরনের যোগ্যতার প্রয়োজন মনমোহন সিংহের তার সব রয়েছে। আমি কেন্দ্রকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি।” সঞ্জয় সিংহের ধাঁচেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার জন্য দাবি তুলেছে একাধিক শিখ সংগঠন। তাৎপর্যপূর্ণ ভাবে কংগ্রেস এখনও নীরব। আজ কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে শোক প্রস্তাব নেওয়া হলেও তাতে ভারতরত্নের উল্লেখ নেই। প্রস্তাবে বলা হয়েছে, মনমোহন সিংহের স্মৃতি ও তাঁর ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবে দল। আর্থিক সংস্কার, সামাজিক ন্যায়বিচার ও সামগ্রিক উন্নয়নের প্রশ্নে তাঁর দৃষ্টিভঙ্গি দলকে পথ দেখাবে।

প্রজাতন্ত্র দিবসের আগে ভারতরত্ন সম্মান ঘোষণা করে থাকে কেন্দ্র। চলতি বছরেই কংগ্রেসের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও-কে ভারতরত্ন দিয়েছে মোদী সরকার। আর এক কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় ওই সম্মান পান ২০১৯ সালে, প্রথম মোদী সরকারের আমলে। সে সময়ে ওই সম্মান দেওয়ার পিছনে শাসক শিবিরের যুক্তি ছিল, কংগ্রেসে গান্ধী পরিবারের সদস্য ছাড়া কাউকে সম্মান দিতে জানে না। তাই এগিয়ে আসতে হয়েছে বিজেপিকে। নরসিংহ-প্রণবের মতো মনমোহন কংগ্রেসে উপেক্ষিত ছিলেন— এই বার্তা দিতে চলতি বছরেই মনমোহনকে ভারতরত্ন দেওয়া হতে পারে বলে মনে করছে কংগ্রেস।

Advertisement

আজ মনমোহনের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক ভিডিয়ো বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মোদী। গুজরাতে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী সিংহের যে আলোচনা হতো, তার স্মৃতিচারণও করেন মোদী। দায়িত্ববোধ বোঝাতে গিয়ে অসুস্থ শরীরে বিরোধী শিবিরের হার নিশ্চিত জেনেও যে মনমোহন রাজ্যসভায় ভোট দিতে এসেছিলেন, তার উল্লেখও করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “সাধারণ পরিবার থেকে জীবনের সব ক্ষেত্রে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন মনমোহন সিংহ। লড়াইয়ের মাধ্যমে সাফল্যকে ছোঁয়ার প্রশ্নে মনমোহন সিংহের জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ হিসাবে থেকে যাবে।...মনমোহন সিংহের সততা ও সরলতা তাঁর জীবনের বৈশিষ্ট্য ছিল।” অথচ এই নরেন্দ্র মোদীই ২০১৭ সালে রাজ্যসভার এক বিতর্কে ইউপিএ আমলে হওয়া দুর্নীতিতে মনমোহন সিংহের ভূমিকা বোঝাতে গিয়ে বলেছিলেন, “শৌচাগারে রেন কোট পরে স্নান করার কৌশল এক মাত্র মনমোহন সিংহই জানেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement