Arrest

বাইক চুরিচক্রে বর্ধমানে গ্রেফতার এক

বাইক চুরি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম বাপ্পা শেখ। উত্তর ২৪ পরগণার টিটাগড় থানার ব্যারাকপুরের সুভাষ কলোনিতে তাঁর আদি বাড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ২৩:২৬
Share:

—প্রতীকী চিত্র।

বাইক চুরি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম বাপ্পা শেখ। উত্তর ২৪ পরগণার টিটাগড় থানার ব্যারাকপুরের সুভাষ কলোনিতে তাঁর আদি বাড়ি। বর্তমানে বর্ধমান থানার খাগড়াগড়ের জামতলায় থাকেন। বৃহস্পতিবার রাতে নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তার দেখানো জায়গা থেকে চুরির বাইকটি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। জেরায় ধৃত জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির কথা কবুল করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার সঙ্গে আরও কয়েক জন বাইক চুরিতে জড়িত বলে ধৃত পুলিশকে জানিয়েছেন। শুক্রবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আরও বাইক উদ্ধার করতে এবং চক্রের বাকিদের হদিস পেতে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে চার দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুদবুদ থানার দেবশালার বাসিন্দা সৌরভ পাত্র কর্মসূত্রে বর্তমানে বর্ধমান থানার কেশবগঞ্জচটি এলাকায় ভাড়াবাড়িতে থাকেন। অন্যান্য দিনের মতো বুধবার রাতে কর্মস্থল থেকে ফিরে তিনি বাইকটি ভাড়াবাড়ির গ্রাউন্ড ফ্লোরে রাখেন। পরের দিন সকালে তিনি দেখেন, বাইকটি সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। সে দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তা বিশ্লেষণ করে বাইক চুরিতে বাপ্পা জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement