viral video

অন্য দলের সঙ্গে মিশে রাস্তা বদল, বন্ধুর হাত ধরে ফিরল বেপথু পেঙ্গুইন! রইল মন ভাল করা ভিডিয়ো

কম সংখ্যার দল থেকে একটি সদস্য বেশির দলে মিশে একবারে উল্টো দিকে হাঁটা লাগাচ্ছিল। দলছুট হওয়ার আগেই সঙ্গী তাকে ডেকে নিয়ে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৭
Share:

—প্রতীকী ছবি।

রাস্তায় যেতে যেতে দুই দল মুখোমুখি। দলের সব সদস্যকেই দেখতে একই রকম। সাদায়, কালোয় মেশানো। সব ক’টিই পেঙ্গুইন। একই পথে যেতে গিয়ে দুই দলের সদস্যেরাই মিশে গেল একে অন্যের সঙ্গে। সামান্য কুশল বিনিময়, তার পর আবার যে যার গন্তব্যের দিকে হাঁটা লাগাল। আর এখানেই ঘটে গেল বিপত্তি। এক দলের সদস্য গুটি গুটি পায়ে হাঁটা লাগাল অন্য দলটির সদস্যদের পিছু পিছু। সে নিজেও প্রথমে বুঝতে পারেনি সে দলছুট হয়ে পড়েছে। ঠিক সেই সময়ই তাকে ডেকে নিতে হাজির হল তারই দলের এক সদস্য। দলের অন্য সদস্যরা বিষয়টি খেয়াল না করলেও একটি পেঙ্গুইন ঠিক লক্ষ করেছে তার বন্ধুর গতিবিধি।

Advertisement

মজার সেই কাণ্ডকারখানার ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যম এক্সের পাতায়। সেই ভিডিয়ো মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। দলের এক সদস্যের প্রতি অন্য সঙ্গীর খেয়াল অবাক করেছে নেটামাধ্যম ব্যবহারকারীদেরও। ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের নিচু জমি পেরিয়ে দু’দিকে যাচ্ছে দু’টি দল। এক দলের পেঙ্গুইনের সংখ্যা বেশি, অন্যটিতে কম। কম সংখ্যার দল থেকে একটি সদস্য বেশির দলে মিশে একবারে উল্টো দিকে হাঁটা লাগাচ্ছিল। দলছুট হওয়ার আগেই লাফাতে লাফাতে তার বন্ধু তাকে ডেকে নিয়ে আসে। ভুল বুঝতে পেরে সঙ্গীর পিছনে লাফাতে লাফাতে ফিরে আসে বেপথু পেঙ্গুইনও।

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১১ লক্ষ বার দেখা হয়েছে। ৩৩ হাজারের বেশি মানুষ লাইক করেছেন ভিডিয়োয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement