Lightning

পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে মৃত্যু চার জনের, আহত এক

ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মনসুর আলি শেখের (৩৫)। মৃতের বাবা আসগর আলি জানিয়েছেন, গরুর গাড়িতে ধান চাপিয়ে ছেলেকে নিয়ে মাঠ থেকে ফিরছিলেন তিনি। সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় মনসুরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২১:৫৬
Share:

প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু হল বৃহস্পতিবার। আহত ১।

Advertisement

ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মনসুর আলি শেখের (৩৫)। মৃতের বাবা আসগর আলি জানিয়েছেন, গরুর গাড়িতে ধান চাপিয়ে ছেলেকে নিয়ে মাঠ থেকে ফিরছিলেন তিনি। সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় মনসুরের। আসগরের কথায়, ‘‘শুক্রবার বেঙ্গালুরু চলে যাওয়ার কথা ছিল। তাই বলেছিল, ধান কেটে ঘরে ঢুকিয়ে দেবে। সেটা করতে গিয়েই এই পরিণতি। কিছুতেই মেনে নিতে পারছি না।’’

কালনা মহকুমাতেও বজ্রাঘাতে এক জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম খোকন শেখ (৪০)। বাড়ি কালনা-১ ব্লকের কালিনগর পশ্চিমপাড়া এলাকায়। বজ্রপাতে প্রাণ গিয়েছে খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা বাসুদেব রায়ের (৫২)। পরিবার সূত্রে জানা গিছে, মাঠে ধান কাটছিলেন বাসুদেব। সেই সময় তাঁর মাথায় বাজ পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিত্সক। মঙ্গলকোটের জাহাপুর গ্রামের বাসিন্দা আপাল লোহারের (৪১) মৃত্যুও বজ্রাঘাতে হয়েছে।

Advertisement

জেলায় বজ্রাঘাতে গুরুতর জখম হয়েছেন বর্ধমান থানার নতুনগ্রামের বাসিন্দা মফুজা বেগম (৩৫)। তিনিও মাঠ থেকে ধান তোলার কাজ করছিলেন। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement