Accident

Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে লরির সঙ্গে ধাক্কা, মেমারিতে মৃত ২, জখম ৩

দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িটির চালক প্রকাশ বাগের। বাকি আরোহী তাপস বাগ, রূপচাঁদ মাণ্ডি, শিবু টুডু এবং দীপঙ্কর কুন্ডুকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৪৯
Share:

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। —নিজস্ব চিত্র।

লরির সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই আরোহীর। জখমও হয়েছেন তিন জন। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার তক্তিপুর এলাকায়। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মেমারি-মালডাঙা সড়কে ওই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে পাঁচ জন ছিলেন। জানা গিয়েছে, তাঁরা রবিবার জামালপুর থানার পাঁচড়ার ভেরিলিগ্রামে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে সোমবার সকালে গাড়িতে তাঁরা ফিরছিলেন মেমারির কালিবেলে নিজেদের গ্রামের বাড়িতে। কিন্তু পথে তক্তিপুর এলাকায় মেমারিগামী একটি লরি ওই গাড়িটিতে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। তার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

Advertisement

দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িটির চালক প্রকাশ বাগের। বাকি আরোহী তাপস বাগ, রূপচাঁদ মাণ্ডি, শিবু টুডু এবং দীপঙ্কর কুন্ডুকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা প্রকাশের ভাই তাপসকে মৃত বলে জানান। বাকি জখমদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ওই লরির সন্ধানে নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement