Delhi Assembly Election 2025

দিল্লি মেট্রোয় ছাড় দেওয়া হোক পড়ুয়াদের! ভোটের আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কেজরীওয়াল

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জোর টক্কর আপ এবং বিজেপির। ভোটের আবহে আপ ইতিমধ্যেই একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:২৫
Share:

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপ আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিল্লি মেট্রোয় পড়ুয়াদের জন্য ছাড় ঘোষণা করুক কেন্দ্র। এমনই দাবি জানিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন আপ আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি আনুষ্ঠানিক ভাবে ইস্তাহার প্রকাশ করার ঘণ্টা কয়েক আগে কেজরীওয়ালের চিঠির বিষয়টি প্রকাশ্যে আনল আপ।

Advertisement

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জোর টক্কর আপ এবং বিজেপির। লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। ভোটের আবহে আপ একের পর এক প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে। শুক্রবার বিজেপিও তাদের নির্বাচনী ইস্তাহারে বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানিয়েছে। তবে তার মধ্যেই পড়ুয়াদের জন্য প্রধানমন্ত্রীর কাছে মেট্রোয় ছাড়ের আবেদন করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপ জানিয়েছে, কেজরীওয়াল চিঠিতে পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ ছাড়ের আবেদন করেছেন। তাঁর দাবি, দিল্লি সরকার পড়ুয়াদের অভিভাবকের মতো কাজ করে। কেন্দ্রেরও উচিত কিছু করা। কারণ, মেট্রো কেন্দ্রের অধীনে।

কেজরীওয়াল আরও দাবি করেন, আপ সরকার পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ভাবনাচিন্তা করছে। উল্লেখ্য, দিল্লিতে মহিলারা বিনামূল্যে বাস পরিষেবা পেয়ে থাকেন। এ বার পড়ুয়াদের জন্য একই পরিষেবা চালু করতে চায় আপ সরকার। অনেকের মতে, এটাও আপের এক ভোট-প্রতিশ্রুতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement