প্রতীকী ছবি।
লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে গাড়ির ব্যবস্থা করতে উদ্যোগী হল ‘কলকাতা ওলা-উব্র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’। সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ ও সম্পাদক মহম্মদ মনুর বক্তব্য, আপাতত বৃহত্তর কলকাতায় ৩০০ গাড়ি রাস্তায় নামাতে তাঁরা তৈরি। কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি (ট্রাফিক)-কে তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে গাড়ি পাওয়ার জন্য চারটি ফোন নম্বর দিয়ে মানুষের কাছে তাঁদের আবেদন, শুধু জরুরি প্রয়োজনেই এই পরিষেবা, এটা যেন সকলে মাথায় রেখে গাড়ি ব্যবহার করেন।