নির্মলা সীতারামনের বাজেটে গরিব ও মধ্যবিত্তের জন্য কিছুই নেই, দাবি অমিত মিত্রর। ফাইল চিত্র।
ফের নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটকে টুইট-খোঁচা দিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক উপদেষ্টা। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, ‘দারিদ্র এক বছরে দ্বিগুণ হয়ে ১৩ কোটি ৪০ লক্ষে পৌঁছেছে, বাজেটে খাদ্য ভর্তুকি ২৮ শতাংশ কমেছে, ১০০ দিন-কাজ ২৫ শতাংশ কমছে, সামাজিক পরিষেবা কমেছে ( জিডিপি-র শতাংশ হিসাবে), কৃষি খাতে বরাদ্দ কমেছে (জিডিপি-র শতাংশ হিসেবে), স্বাস্থ্য খাতেও বরাদ্দ হ্রাস পেয়েছে( জিডিপি-র শতাংশ হিসেবে)। নির্মমভাবে এটি গরিব-বিরোধী বাজেট এবং এ থেকে মধ্যবিত্তের প্রাপ্তি শূন্য– এমন উদ্যোগ শুধুমাত্র মরীচিকা প্রদর্শন মাত্র।’
প্রসঙ্গত, এ বছর বাজেট প্রকাশের পর তাকে ‘থটলেস বাজেট’ বলে কটাক্ষ করেছিলেন অমিত। তিনি বলেছিলেন, ‘‘কেন্দ্রীয় সরকার এই বাজেটে বেকারত্ব নিয়ে টুঁ শব্দটি করেনি। দেশে আজ বেকারত্বের হার আট শতাংশ। তিন কোটি মানুষ দেশে বেকার। বেকারত্ব কমানো নিয়ে কোনও লক্ষ্যমাত্রা বাজেটে এই নেই। অন্য দিকে উপভোক্তা মূল্য-সূচক ছয় শতাংশ ছুঁতে চলেছে। বেকারত্ব আর মুদ্রাস্ফীতি একসঙ্গে বেড়েছে, এ রকম আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি।’’ অর্থনীতির পরিসংখ্যান দিয়ে অমিত বলেছিলেন, ‘‘আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে, দেশে জিডিপি ৮– ৮.৫ শতাংশ হারে বাড়বে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করছেন, জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.২ শতাংশ।’’
১০০ দিনের কাজের বরাদ্দ কমানো নিয়েও সরব হয়েছিলেন অমিত। তিনি বলেছিলেন, ‘‘বাজেট ভাষণে উল্লেখ না থাকলেও ছোট হরফে তা লিখে রেখেছে কেন্দ্রীয় সরকার। ৯৮ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৭৩ হাজার কোটি করা হয়েছে ১০০ দিনের কাজের বরাদ্দ।’’ রবিবারও সেই তথ্য-পরিসংখ্যানকে হাতিয়ার করেই অর্থমন্ত্রী নির্মলার বাজেটকে গরিব ও মধ্যবিত্তের জন্য মরীচিকা বলে কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী।