তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ডাকে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে) তলব করা হয়েছিল অমিতকে। ইডি সূত্রে খবর, বিশেষ কারণে তিনি হাজিরা দিতে পারছেন না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছেন। এই তদন্তে শুক্রবার অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। কিন্তু শুক্রবার তিনিও হাজিরা দেননি।
নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের যোগসূত্রে উঠে আসে লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নাম। ওই সংস্থার সিইও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সংস্থার অন্যতম ডিরেক্টর হিসাবে রয়েছেন অভিষেকের বাবা, মা এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ, ওই সংস্থার ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই কারণেই একে একে তাঁদের তলব করেছে ইডি। আগামী বুধবার তলব করা হয়েছে রুজিরাকে।
শুক্রবার অভিষেকের মাকে তলব করেছিল ইডি। কিন্তু শুক্রবার ইডি দফতরে যাননি লতা। অসুস্থতার কারণে লতা হাজিরা দেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। সংস্থার নথি ইডির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লতার আইনজীবী। শনিবার ইডি দফতরে হাজিরা দিলেন না অভিষেকের বাবাও। অন্য দিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আগামী মঙ্গলবারের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডির।