Jyotipriya Mallick

পার্থের পরে জ্যোতিপ্রিয়, গ্রেফতারির পর হঠাৎ আলোচনায় বনমন্ত্রীর শান্তিনিকেতনের বাড়ি

শান্তিনিকেতন শহরে জ্যোতিপ্রিয়ের বাড়ির সন্ধান মিলেছে বলে দাবি উঠল। যার নাম ‘দোতারা’। একটি সূত্রের খবর, আনুমানিক দেড় কোটি টাকা দিয়ে ওই বাড়ি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১১:২৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পার্থ চট্টোপাধ্যায়ের পরে এ বার জ্যোতিপ্রিয় মল্লিক। ‘অপা’র পরে ‘দোতারা’। রাজ্যের আর এক মন্ত্রীর গ্রেফতারির পরে তাঁর বাড়ি নিয়ে চর্চা বোলপুর-শান্তিনিকেতনে। গত বছর মন্ত্রী পার্থ এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরে শান্তিনিকেতনের ‘অপা’ বাড়িকে কেন্দ্র করে নানা বিতর্ক হয়েছিল। এ বার শান্তিনিকেতন শহরে জ্যোতিপ্রিয়ের বাড়ির সন্ধান মিলেছে বলে দাবি উঠল। যার নাম ‘দোতারা’।

Advertisement

রেশন বণ্টন মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছেন ইডির আধিকারিকেরা। আর তার পরেই উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিতর্কের সেই আবহেই এ বার শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়ের আনুমানিক প্রায় ছ’কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে বলে ‘খবর’ মিলছে। যাকে কেন্দ্র করেও শুরু হয়েছে নতুন বিতর্ক। একটি সূত্রের খবর, আনুমানিক দেড় কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। ওই সূত্র জানাচ্ছে, প্রায় ৮৫ লক্ষ টাকা খরচ করে ওই বাড়িটির রং এবং সংস্কারের কাজ করেছিলেন জ্যোতিপ্ৰিয়। তবে এখন বাড়িটির বাজারমূল্য আনুমানিক ছ’কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement